ভালোবাসার ঘোলাজল
-------
ভালোবাসার ঘোলাজলে ডুবিয়ে দিলাম মন,
সে ছিল সেই দীর্ঘদিনের মোহের খেলাঘর;
কোন মায়ার বাঁধনে,--উঠেছিল তুফান!
জীর্ণ পাতার খড়কুটো সেই সুখ!
ভাসিয়ে নীল অজানা এক শ্রাবণ নদীর বান।

মন পাপিয়া বাঁধলো বাসা ঠিকানাহীন গাছে,
বাঁধন হারা অলীক বনের তীরন্দাজ এসে..
মারলো যে তীর কালের কুহর আদেশ ছিল কার ?
বেভুল জীবন ক্ষণ-সময়ের সুতোর টানে নাচে।

অদৃশ্য এক পাওয়ার মধ্যে না পাওয়াটাই ছিল!
বাঁধন ছেঁড়া ব্যাধের পাখি ঘোলাজলে ভাসে...
ঐশীর কি খেলা ?--সময়ের পল অঙ্কসূত্রে বাধা--
সূত্র ছিঁড়ে মায়ায় খেলায় ক'দিন সে মজিল।

ভালোবাসার ঘোলাজলে জন্মমৃত্যুর খেলা!
খেলার পাশা, মোহের বাসা!- নিয়ম কর্তার দেয়া;
দিন কতকের জন্য আসা!- আবার ফেরার পালা!
শোক-আনন্দ নিয়ে পথিক ছুটছে পশ্চিম দ্বারে!
যেথায় শেষ বিকেলে বসছে মৃত্যু মেলা।।
----
রমেন মজুমদার
১৬/০৭/২৪