উপহার
---
রমেন মজুমদার ২৮/০৩/২৫

যাহা কিছু ছিল মোর দিনু সব ঢেলে,
বাকি নাই বাকি নাই,-- মেলিয়া নয়ন;
মনে হয় কিছু তার আসিয়াছি ফেলে;--
তবু দেখি জন্মদিন শুভ বৃন্দাবন।।

অন্তর নিংড়ায়ে ঢালি প্রীতি সুধা রস,
হারিনি মোহের কাছে,বক্ষের সুবাসে;
হয়েছি চরণ দাস; আমি তার বশ-
নিশুতি কলায় নিত্য রহিয়াছে পাশে।।

আছে শুধু একখানি নিষিদ্ধ কবিতা,
যার টানে বিগরিত আঁচলের তলে---
ক্ষণে রুদ্র রুক্ষ্ম মূর্তি উদিত সবিতা!
মিলনের শ্রদ্ধাঞ্জলি তাহারি ভূতলে।।

লয়ে যায় মৃত্যুদূত তুলিয়া আঁচল!
জন্মমৃত্যূ যেথা রহে শেষ ফলাফল।।
----