উপলব্ধ
---- রমেন মজুমদার ০১/০৯/২৪
অনীহার বেড়াজাল ডিঙিয়ে যখন
আলোর পথ খুঁজে পায় পথিক,
তখন তার অন্তর আত্মার ঠিকানা জানিয়ে যায় মনে।
জীবনের প্রতি ধাপে ধাপে জড়িয়ে আছে
না জানার অনেক ঠিকানা-
আত্মউপলব্ধির জলসা ঘরে খোয়ানোর
চাইতে অর্জনের সংখ্যাতত্ব থাকে বেশি।
প্রতিদিনের খেয়ালীপনার কিছু বদঅভ্যেস
বর্জন করার চৌকষ স্বার্থকতা হলো
জীবনকে ধাপে ধাপে চিনে নেয়া....
অভ্যাসী মানুষরাই পারে সাধনার প্রাপ্তিরস
অর্জন করতে।
আজ যা দেখলাম,তার চাইতেও সমৃদ্ধিপূর্ণ অভ্যেসকে জানতে ইচ্ছা জাগুক মনে;
মনের তৃপ্ততার সাফল্য আসতে পারে
ইচ্ছার প্রাধান্যকে আপন করে কাছে টানা;
তবেই আগামীর অন্ধকরের পথ
আলোতে পূর্ণময় স্থিতির কুহরে নিয়ে যেতে পারে আপনার বাঞ্ছনীয় ভাবনাগুলো।।
উপলব্ধির চৌকস গ্রথিত হোক মানবিক মননে।
-------