আগুন নিয়ে খেলা
-- রমেন মজুমদার,পিএএসপি-১১
তাং-০৫/০১/২০২৪
---
অন্তরে স্বপ্নছিল,আমি ছিলাম স্বপ্নের সমাহিত দুয়ারে,
প্রহরগুলো ছুটে চলে জীবনের রশ্মি ছাড়িয়ে;
ক্ষোভ নেই,আর্তি নেই!
ভাসমান শেওলার দুঃখের স্রোতে...
দেখি কোথাও কিছু নেই।

স্বপ্ন লুটছে আমার দুটি চোখ,
কোথাও সুখের ঠিকানা নেই--আছে কষ্ট !
আঁধার নিরাশার বুকে জেগে ওঠে প্রাণ,
শুধু যেতে চায় অজানা কোন এক ঠিকানায়;
নিমিষও বড্ড অপয়া হৃদয়কে কাঁদায়
সময়ের বাহ্যিক অবহেলায়।

একদিন ছিলাম আগুনের খেলাঘরে!
পুড়েছে সব,পোড়েনি অন্তর !
পোড়েনি আত্মবিলাসি অন্তরের ক্ষুধা!
প্রত্যহিক চাওয়ার মধ্যেই চেয়েছি আগুন!
সে আগুন থেমে গেছে কোথাও অনাবৃত ল্যাম্পপোস্টের ছায়ায়।
তবুও অপ্রাপ্তির যন্ত্রণা জ্বলছে ক্ষণেক্ষণে!
বেদনায় পুষ্পের অমৃতরস ঝরেগেছে
জীবনের অবহেলিত জমিনে।

আগুন নিয়ে খেলতে চাইনি,
খেলেছে ঈশ্বর আমার চাওয়া সুখ নিয়ে;
যতবার জন্মেছি ধরায়...
ততবারই বলেছি, আমাকে স্পর্শ করোনা,
অদৃশ্য অপয়া মূর্তির ঝলসানো আগুন
পুড়িয়েছে আমার সমস্ত শরীর;
কিন্তু আমিত্ত্ব পোড়েনি আমার মন;
পঙ্কিল নিস্তব্ধতার বিদেহী প্রেম
পুড়িয়েছে বারবার!
অযথা কেউ আমার মত আগুন নিয়ে খেলনা,
জীবনের স্বপ্নগুলো হবে পাপিষ্ঠ।।
-- সমাপ্ত।।