তুই কী জানিস পথ কতদূর
----------
রমেন মজুমদার
29/12/2021
তুই কী জানিস পথ কতদূর
দু'জন চলার শেষ সীমানা ?
ধর,
তুইও নেই;আমিও নেই;-
অন্ধ দু'জন অক্ষিকানা!
তুই কী জানিস পথ কতদূর,শেষ ঠিকানা;-
আমরা দু'জন পথিক কানা;
শেষ পরগনা পাবো কী!
ধর,
হারিয়ে গেলাম আমরা দু'জন চলতে পথে
এক জীবনের বাকিটা পথ
রইবে অজানা ।
তুই কী জানিস প্রেমের অর্থ ?
অর্থ হলে সব অনর্থ!
নিমিষে যায় শেষ হয়ে সব ভাঙে মন,
এ'মনে যে তুই ছাড়া আর
দ্বিতীয় কেউ নেই ।
জীবন মানেই অন্ধনয়,জীবন স্বপ্ন রঙ্গিন;
দুজনার পথ একই থাকুক স্বপ্নমোহে সঙ্গিন।
তুই কী জানিস,
মোহ ও প্রেম কোথায় থাকে?
কোথায় থাকে জন্ম-মৃত্যুর শেষ খেলাঘর,
চল তবে, একবার দেখে যাই...
দু'জন মিলে শেষ নিশীথে মোহের মরা মরি
ওই আলোকের স্বর্গীয় সুখ ডাকছে পরম্পর।
তুই কী জানিস পথ কতদূর!শেষ সীমান্ত;
বোধ-বিবেকের মানুষ নামের দেহ ও মন-
এইতো দু'জন
মানুষ হয়ে আর ক'টা দিন পথে চলি
শেষে না হয় মৃত্যুদিয়ে করব ক্ষান্ত।।
--------
শিখামন্দির