তুচ্ছ জীবন
---[ চতুর্দশপদী বঙ্গীয় সনেট মাইকেল মধু সুদন দত্তের রীতি অনুস্মরণে]
ককখখ/গগঘঘ/ঙঙচচ/ছছ
কলমে-রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ-১০/০৬/২৪
--
মানুষ যখন পশু!--বিবেক সে মৃত;
পান্তা খেতে বেশি করে; ঢেলে নেয় ঘৃত।
জীবন যখন সুখে,দুখ ভুলে যায়-
ভুলের নীতির উর্দ্ধে; তকমা লাগায়;-
বোধ- বিবেকের মূল,নষ্ট করে নিজে;
নোংরা পথ চিনে মনে-কর্ম করে কি যে(?)
জীবন খাতার লিপি যখন পচন-
ধরে; অন্ধকারে দেখে- নর্তকী নাচন।
পথ ফকিরের থালে দেয়না সে কড়ি;
সেজন সমাজ পতি!-আলিশান বাড়ি
কত আছে।-ভিক্ষা নিতে ভিখারীরা পিছে...
বিত্ত-দুষ্ট,-অর্থ লোভী!--জীবনটা মিছে।
জীবন যখন মরে!--আলো, পথ শেষ!--
গর্ব তুচ্ছ! কর্ম মিছে! বোধ নিরুদ্দেশ।।
-----