সুভদ্রের পরিণয়
কলমে- রমেন মজুমদার
তাং-০১/০৭/২৪
---
কৃষ্ণের ভগিনী যথা সুভদ্রা নামেতে
রূপে-গুণে গুনান্বিত সুদৃশ্য সুন্দরী;
স্বর্গ যেন নেমে এলো  মর্তের ভূমিতে
কামাতুর দেহখানি--মদির নগরী।

আদেশিলা মায়া-নারী রত্ন সিংহাসনে,
রত্নোরমা রূপে ভরি অরূপ সাগরে--
ডুবিলা মোহের ভোগ কল্পনার সনে;
নিশায় মন্দিরে নারী চিত্ত খুশি ভরে।

সত্রাজিতে কন্যে রহে নাম সত্যভামা,
পূজাপত্রে ফুল-দলে ডালা খানি পূর্ণ--
মন্দির নিগমে পূজ্যে পূজারী প্রতিমা
কৃষ্ণের কৃপান্তে বাণী;-সেই খ্যাতনামা।।

ভারতের রস-সুধা শ্রীকৃষ্ণ-অর্জুনে,
পৃথাপুত্র করে বিয়া শুভদ্রে তখনে।
-----