সুখের সন্ধানে
কলমে-কাব্যভূষণ রমেন মজুমদার পিএএসপি-১১
---
রে দুর্মুতি সুখ! মোহমত্ত্ব হই শেষে,
(কালকুহে কাটাইনু ভ্রমি পরবাসে-
কিছুকাল! কোথাসুখ?মন বিচলিত;)
পলে পলে ধ্বংস হই!--দংশনে নিহিত।
এ'মতো ক্ষণ বহিনু, প্রাণে কিছুদিন;
পাইলাম আজ্ঞা শেষে পালিলাম ঋণ-
দেবীমাতা লক্ষ্মী কহে স্বপনে অন্তরে;
ফিরে যাহ, স্বভূমে বাছা;সতত ঘরে।
দেখ সেথা পরিপূর্ণ মণিতুল্য সুখ,
নিজ ভাষা মাতৃতুল্য ডাকিছে উন্মুখ।
এ'সুখ,এ'রূপ ভবে! আছে কোথা বলো-
শীঘ্রকরে,মোহ ত্যাগ;নিজ ভূমে চলো।
সেই আজ্ঞা পালিলাম,পাইলাম খনি;
কীস্বাদ এ'! নিজ ভাষা; দেখি পূর্ণমণি।
সমাপ্ত।।