স্মৃতির সারণী (বাপিদা স্মরণে-)
----
--রমেন মজুমদার
তারিখ:- ১৬/০৭/২৪
-----
গাছের ছিল জীবন,মেলতো তার পাতা;
সে পাতার ছায়া দানে কত পথিক জুড়াতো প্রাণ!
কত দূর দূরান্ত থেকে পথিকের ঘাম ফেলা
একটু সুশীতল ছায়ায় বসে ছেঁড়ে নিতো নিঃশ্বাস!
যখন চৈত্রের আগুন ঝরা রোদ্দুর!--
ক্লান্ত পাখিরাও যে শান্তির নীর খুঁজতে আসতো;
আধ মরা অনাহারী কৃষক,পান্তা নিয়ে ছুটে আসতো মাঠে লাঙ্গল ফেলে....
এখন কেউ আসেনা, মৃত হয়েছে সেই বটবৃক্ষের!
কেউ আর জীবনের ক্ষুধাতুর ছন্দে কবিতা পাঠ করেনা, কারণ পাশের পাড়ায় মৃতের শোক!
কেউ আর উত্তরীয় নিয়ে বলেনা তুমি মাথা নোয়াও...
এই নাও তোমার ইহকালের প্রাপ্ত সম্মাননা!
কেউ আর আজ বলে না,তুমি দাঁড়াও পথিক!
তোমার কবিতা পাঠ শোনা হয়নি কতদিন;-
আমরাও আজ শোকাহত!-- কালের কপোল বেয়ে ছুঁয়ে যায় চিতার ভস্মিভূত ছাই!
কার কবিতা শুনবো আজ?--সে নেই,
সে যে কাঁপিয়ে গেছে মঞ্চ একদিন ক্ষুরধার লেখনী নিয়ে;-
আজ আর মঞ্চ কাঁপায় না!
সে আজ দূরে,বহু দূরে অজানা ঠিকানায়
আমাদের সকলের ধরা-ছোঁয়ার বাইরে।
সুখে থেকো হে বীর!-- তোমাকে আমার লাল সেলাম।
----