#শীতের_স্লোগান
১১/১২/২০২৪
---------
বুকের ভিতর চীনচিনিয়ে ওঠে ব্যথা!
আস্ত একটা পৌষালি শীত নামল যখন,
কথার ফাঁকে খোঁজে রাতের ওমে শয্যা;
দু'চোখ নিদের ঢুলুঢুলু করুণ নীরবতা।।
গল্প কথার উত্তর খোঁজা ভীষণ মুশকিল!
বিছিয়ে দিলাম নিদ্রা কালীন গুপ্ত শয্যা,
শীতের কুহর দাপিয়ে বেড়ায় এ'ঘর-ও'ঘর
দু'পাশেতে কেউ যেন, মারছে শীতের ঢিল।।
কর্ণমূলে শুনিয়ে যায় নিদ্রার ভাঙার গান
ভাঁজের মধ্যে লুকানো ন্যাপথলিনের ঘ্রাণ;
শীতের জ্বালায় জড়িয়ে আছে দুটোহাত!--
এ'যেন সেই চিরন্তনী অভিশাপের দান।।
জমিয়ে রাখা বুকের মধ্যে কতইকথা,
রাখছি তারে সঙ্গপনে বুকের পাটায় জুড়ে
শূন্য গৃহে আপন হীনে দীর্ঘ শূন্যতায়!--
কালের নিয়ম কে খণ্ডাবে করুণ ব্যথা।।
স্মৃতির ওমে শিমুল বনে ফল্গু হাসে একা,
স্মৃতির পাতা আটকে আছে বন্ধ জানালা!
কাঁচের উপর ভোরের রোদ সোনালী রঙ;
জানিয়ে দিল শূন্যতার চরম পত্র লেখা।
শিশির যখন ঘাসের ডগায় অশ্রু ফেলে,
তোমার তখন চিরন্তনের বিদায় বার্তা!--
রেখেছ কী দুই চরণের আলতার দাগ ?
নীরব অশ্রু আঁখির পাতায় গাও মেলে।।
এমন করে প্রতিবছর শীতের স্লোগানে...
মনের মধ্যে স্মরণ স্মৃতি ব্যথায় পূর্ণ কত!
হবে না আর দুরূহ পথে কোনদিন দেখা!
ভাগ্যশীতের অপূর্ব এক ব্যথার প্রণিধানে।
-----
#শীতের_স্লোগাল
#রমেন_মজুমদার