ষোল মাল্লা
----
কলমে:-রমেন মজুমদার,পিএএসপি-০১১
---[শেক্সপিয়ার রীতিতে বঙ্গ-সনেট]
তারিখ:-২২/০৭/২৪
নাও খানি বেশ বড় মাঝি ষোল জন
সাগর উত্তাল ভারী ঢেউ ভাঙা ঝড়!-
ডুবায় কখন নাও শঙ্কা প্রতিক্ষণ--
সকলেই শক্তি ধর;--কেউ বা তাবড়।

সমুদ্রে চলিতে নাও যত ঢেউ লাগে...
নাও মধ্যে যাত্রী কত হাজারে হাজার;
তত ত্রাহি জনে জনে ভয় প্রাণে জাগে,
বিবাদে জড়ায় মাল্লা তর্কে অনিবার।

নিজেরা বিবাদে মাতে;যাত্রী স্বার্থ আগে,
তাঁদের রক্ষার্থে নাও যাক ঠিক পথে---
সঙ্কুল দুরূহ পথ !--ভয় কেন জাগে ?
যেতে হবে তাই আগে--সকল রক্ষার্থে।

তুমি কর্তা নাও রক্ষা,এই স্বার্থ বড়;--
ক্ষণ তর্ক ভুলে যাও,হাল খানি ধরো।।
-----