শেষ ট্রেন
---
কলমে - রমেন মজুমদার,
পিএএসপি -০১১
তারিখ -২১/০৫/২৪
------
জীবনের দীর্ঘপঙ্কিল পথ পেরিয়ে এলাম,
ধু ধু মাঠের পরে রোদ্দুরে খাঁ খাঁ করছে--
আধভাঙা সমান্তরাল এক রেলস্টেশন!
ঘাম বেয়ে পড়া চিবুক ছোপছোপ--
জনশূন্য স্টেশনে সাথীহীন একা !
মাথার উপরে পুরোনো মরচে ধরা ঢেউ টিন।
পাখিগুলি উড়ছে তো উড়ছেই...
বৃক্ষহীন জনপদে ক্লান্তির দীর্ঘ নিঃশ্বাস!!
ফেলে আসা জোছনায় কত স্মৃতি,
মিষ্টি মুখগুলো নিয়ে আসেনা সান্ত্বনার কথা।
সাঁ সাঁ  করে বেরিয়ে গেল দ্রুতগামী ট্রেন।
একা পড়ে রইলাম এই জনপদে ---
বিশ্বাস ও ভালোবাসার মানুষগুলো আর নেই!
সময় গড়িয়ে গেল সন্ধ্যার নিমগ্ন পথে
আর কী যাওয়া হবেনা প্রান্তিক স্টেশনে?
এখনও অনেকটা পথ বাকি।
দূরে আবছা বেজে ওঠলো দীপ জ্বালানোর ঘণ্টা,
ক্লান্তির ঘ্রাণ ছুঁয়ে যায় যৌবনের বাতায়নে;
অবসন্ন ভেজা রুমালে কথা বলে দীর্ঘশ্বাস!
নিকষ রাত্রির কোলে শেষ বিশ্রাম বুঝি
এই স্টেশন চত্বরেই --
প্রান্তিক আয়োজনের বিশ্রাম আর নেয়া হবেনা;
আগন্তুক জানিয়ে গেল শেষট্রেনটি ফিরে আসা কেবলই দুঃস্বপ্ন।
------