সর্বং সহা
----
-- রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ-২২/০৫/২৪
[ চতুর্দশপদী বাংলা সনেট]]
-------
নারী তুমি সর্বং সহা-জগত জননী
তোমা বিনা শূন্য ঘর কেমনে রহিব?
তরণী বিহীন নদী পারে না যাইব...
সংসার-অচল রবে,ধ্রুব সত্য বাণী।।

আশার এ' নদ দলে সংসার বহিছে-
সৃষ্টির অমোঘ নারী ,শ্রেষ্ঠ এই ভবে
নারী ছাড়া গৃহ শূন্য,দুঃখ ভরে রবে;
তাইতো সৃষ্টির কুলে,শ্রেষ্ঠত্ব রহিছে।।

বিশাল সমুদ্র বক্ষে- দুলিয়ে সংসার!
সূক্ষ্ম জ্ঞানে সুবুদ্ধিতে স্ত্রীলোক মহান;
ঐশীর আশিস কল্পে তারে দিছে দান,
সাধ-সুখ অগ্রপথে;কে করিবে পার(?)

সকলে শরণ লই স্ত্রীলোকের তরে;
সুখ-স্বর্গ নারী-সিদ্ধ-রহিব সংসারে।।
------------
(শেক্সপিয়ার রীতিতে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গীয় সনেট)
{{কখখক/খগগখ/ ঙচচঙ/ছছ}}