সাঁকো সত্ত্বা
কলমে- কাব্যভূষণ রমেন মজুমদার
তারিখ-২০/০৫/২০২৪

একখানা নদী আছে,স্রোত ভারী তার,
অতলে গভীর সত্য চির অন্ধকার!
ঠাঁইহীন মধ্যে নদী পঙ্কিল দু'ধারে
ইচ্ছুক যে'জন তাহে-সেই যেতে পারে।।

মহাজ্ঞানী চাটিলের ধর্ম সাঁকো দিয়ে,
সাধ্য কার যেতে ইচ্ছা মোহভঙ্গ হিয়ে;
সুজনের ধ্যান-সাধ্য,পার হয়ে যায়;
জ্ঞানকল্পে জ্ঞানীহলে,পার নির্দ্বিধায়।।

অদ্বয়-কুঠারে চিরে মোহতরু যত--
তারি তক্তা নির্বাণের জুড়ে ঠিক মতো।
ডান-বাম দৃশ্য ত্যাজি পার হয়ে যাও
আপনার কল্পতরু গুরুকে শুধাও।।

বোধি সত্ত্ব দূরে নয়-আপন মনেতে,
চিনে লও সাঁকো সত্ত্বা আপনার হিতে।।
---সমাপ্ত-।।