সময়ের মৃত্যু
----
বিশ্রী একটা সন্ধ্যা জানিয়ে যায় জীবনের ব্যর্থতা,
জীবন মানেই সফলতা নয়,ব্যর্থতায় থাকে পরতে পরতে।
ক্ষীণ সন্ধ্যার নামাবলি সময়ে পাল্টে দেয়
মানবতার বোধ!
ক্ষুধার আর্তি জীবনকে চেনায়...
অলোকদুত্যিও চিমটি কাটে পারাবত
মৃত্যু আহ্বান;

বেহালার ধূসর সুর নৈতিকতা ডিঙিয়ে যায় অন্ধকারে!
নিয়ন ল্যাম্পাপোস্টের নিচে সরব চলে যৌবন চাহিদার খেলা...
সন্ধ্যারা বেগতিক উন্মুক্ত হয় হুকুমের গোলাম!
দাসশয্যার দান দিতে হয় লজ্জানত
মৃনালের খোলস
বেহায়া আগন্তক কোমড়ে রাখে মেশিন।

কুৎসিত ভাবনায় বিশ্লেষণ করে না শ্রীর মান,বিব্রত হয় পল!
লুটায় নাব্যতার আঁচল!
লুট হওয়া সুখ বোঝেনা ক্ষণের বিচার;
অর্ধঅঙ্গে সোপিত হয় বিষ!
বাধ্যতা টেনে নেয় ক্ষুধার আকুতি...
বিদরি বুকে পাশা চালে নগ্ন হাত!
জীবনের অনিচ্ছায় মৃত হয় সন্ধ্যারা।
----
নগ্ন দরজা
-রমেন মজুমদার