সাহিত্য সেবা
----
রমেন মজুমদার -০১১
তাং-১৯/১১/২৪
-----
শেক্সপিয়র রীতিতে কাব্যাংটুকু।
[[কখখক/খগগখ/ঘঘ/ঙচচঙ]]
মননে চিন্তার খাদ্য লাগে তাও জানি
জ্ঞানগর্ভে পরিপূর্ণ করিলে কি ক্ষতি!
অজ্ঞাত কূপের বারি,সাহিত্য বসতি;
মণিরত্ন-জ্যোতিপূর্ণ,বক্ষে তুলে আনি।
যেজন সেবিছে বঙ্গে মাতৃভাষা লয়ে;
ভাষা আর প্রাণ লয়ে দেবতা চরণে-
উৎসর্গ করিলাম প্রেমের শরণে....
চিরকাল সেবি পদ, চিত্তশুদ্ধি হয়ে।
সাহিত্য জননী তুল্য পূজ্যপদে নত
আমার মস্তক ঠুকে জানাই প্রণত।
সাহিত্য সেবার দ্বারা-সম্প্রীতি বন্ধন,
বঙ্গের রসের হাঁড়ি পরিপূর্ণ হলে--
হৃদয়ে সুস্থির প্রেম সকলেই মিলে
কণ্ঠেতে পরিব তবে,বঙ্গের রতন।।
----------