পুষ্পস্তবক
---
রমেন মজুমদার,28/05/24
[ কবি সুপ্রিয় ঘোষ মহাশয়ের "শকুনি পন্থা" কবিতা অবলম্বনে ]
পড়িনু কবির কাব্য চিত্ত শুদ্ধি করে,
গাঁথিয়া পুষ্পের মালা দিল শতদলে
চারিপাশে দেখি তাহা,রহে থরে থরে;-
এইতো নৈপুণ্য চিত্র শোভিত সলিলে।
কত বৃক্ষ জন্মে বঙ্গে; নানা রূপ তার-
সে রূপ তুলনা নেই। সতত যে মালি
রোজ রোজ জল দানে,করে উপহার;
এমন সুন্দর কথা কাহারে বা বলি।
সুপ্রিয় মননে রচে বঙ্গের কবিতা,
যশ-খ্যাতি রূপ-রসে পূর্ণ চারিধার,
এমন সময়ে ওঠে পুবের সবিতা...
আলোকিত শুভ্র দান,করিল সবার।
যতনে লইনু মালা মোর কণ্ঠে পড়ি;
সেই মালা শুকাইলে যায় সব ঝরি।।
-----