প্রতিমার শৈল্পিক সন্ধান
( চতুর্দশপদী সনেট)
কলমে- রমেন মজুমদার
০৩/১২/২০২৪
--------
গড়িনু প্রতিমা কাব্যে অতিযত্ন করে,
খাঁজ খাঁজ ভাঁজ ভাঁজ থরে রঙ তুলি,
রকমে-সকমে রঙ, দিনু থরে থরে;--
চেষ্টার রাখিনি ত্রুটি; দিয়েছি সকলি।

চন্দ্র হতে জ্যোতির্ম্ময় মণিরত্ন টুক,
কাব্য দেবী মূর্তি গড়ি রক্ত বিন্দু ক্ষয়ে!
বানাই সম্মুখ তাঁর,দুই প্রস্থ বুক;--
ললাটে চন্দন চিহ্ন আঁকি অশ্রু দিয়ে।

সুনাভ কোমরে কুঁচি শাড়ির আঁচল,
ভাঁজ বান্ধি থরে থরে,চরণে নুপুর-
আঁখির নীলাভ দৃষ্টি; চাহুনি চঞ্চল!
স্বর্গদেবী যেন সেই; বধিবে অসুর।।

ইন্দ্রনীলে প্রজ্জ্বলিত দেবী কাব্য খানি
সৃজেন রমেন তারে; চরণে নমানি।।
---------