প্রথম চুম্বন
[ যেজন প্রেমের ভাব জানেনা-১১০]
কবি রমেন মজুমদার
06/09/23
----
খোলা দ্বার বন্ধ হোক ভাবনা সুখের,
সেই সাথে তব আঁখি প্রণত প্রাণের,
বন্ধ করি চতুর্পাশ; মুদিয়া আঁখির;-
লই তবে বিশ্বশান্তি--দুখানি চিত্তের।।
যত পাখি কোলাহল বাহির পানের,
স্তব্ধ হোক ধরণীর কিছুক্ষণ তবে-
শান্ত- শ্রান্ত জলাধার প্রমত্ত তটের!
মিলাই ক্ষণিকের হৃদ সুমন্ত্র রবে ।।
তারপর আকাশের মেঘ করে বরিষণ
নামিল আঁধার ভূমে দিক পূর্ণ রণ;
স্তব্ধ বন বৃক্ষ,তটিনীর জলাধার;
নির্বাক গগন ব্যাপী তারা সমাহার।।
ডাহুক ডাকিল ধীরে বনান্তের মাঝ,
ফিরিল কৃষক যত ফেলি নীল কাজ
নির্বাক নির্ঝর চূড়ে স্তব্ধ ঝর্ণা ধারা--
সে ক্ষণ চুম্বনে মোরা, হই আত্মহারা।।
তারপর মেঘের বারি থামিল আকাশে,
ভোর গিয়ে সন্ধ্যা নামে দেখি চারপাশে;
দূর দেবালয় থেকে বাজে সন্ধ্যাঘণ্টা
জ্বালি সন্ধ্যা বধূগণে হস্থে প্রদীপ'টা ।।
অনন্ত নক্ষত্রলোক শিহরি উঠিল,
দিগ দিগন্তের মাঝে;ভালে টিপ দিল-
যেন সে প্রিয়া মোর; আরতি লয়ে সবে,
মাতিল ভজন গীতে,--প্রেম উৎসবে ।।
সে নাম মধুর হৃদে অশ্রু ফেলি যবে;
কহিল প্রিয়া সে,চলো,মাতি উৎসবে;
প্রথম চুম্বনে সুখ-- নাহি ফুঁটে ভাষা !
গর্বিত প্রেমিক মোরা,হৃদ পুণ্যে ঠাসা।।
কহিল সরুযু ধীরে--করো পুণ্যস্নান
প্রথম চুম্বনে সুখ,সে যে অমৃত সমান;
তাই মোরা সুখী ভবে বুঝিবে প্রেমিক,
একদা সতত প্রেম, জয়েতে বহুক ।।।
----