শিরোনাম:প্রেম
কলমে:- রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ-১৪/৬/২৪

প্রেমহীন প্রাণ যার সেই অভাজন
প্রেম না থাকিলে পরে শুন্য এ ধরণী
প্রেমের মহাত্ম্য দেয় জীবে গুনাগুণ;
এ' সত্য বন্ধন কহে,মনীষীর বাণী।

জ্বলন্ত আগুনে পুড়ে সিগারেট ধুম্র
সংসার অচল তাহে প্রেম বিনা সেই
ভদ্রতা শিখেন সেই,হয় প্রাণ নম্র;-
প্রেমে পুড়ে প্রাণ খাঁটি,হয় প্রেমেতেই।

শুরু আর শেষ যার,প্রেম কল্পতরু
চিরকাল কহিয়াছে,মহাজন গুরু--
জীবন অনর্থ সেই বিমুখ প্রেমের,
প্রেম বিনা প্রাণ শূন্য আর কি হে ঢের।

প্রেম না থাকিলে জন্ম বৃথাই সংসার
দিয়েছে প্রেমের রসে শ্রেষ্ট উপহার।।
---