পোষ মানে না সুখ
-- রমেন মজুমদার(পিএএসপি-১১)
তারিখ-25-10-2023
-----
এবে মোরে বান্ধে দুখ!খেলা নিয়তির;
এ'খেলা নির্মম প্রাপ্তি; দহে দিবারাতি!
বিমূর্ষ বিদ্বেষ রঙ-- পশিছে শরীর;-
চিরঅন্ধ-চিরায়িত; নাহি জ্বলে বাতি।।

বৃথা আশা জন্মকাল,দিবসেও রাতি!
এ'যে কঠিন ক্ষণ! ক্ষুণ্ণ, করে সুখ্যাতি;
কোথা সুখ?--রে পামর! অনাহুত আশা;
সুখ না রে মানে পোষ, থাকে রে পিপাসা।।

অখ্যাত অসুখ জীবে লভে কালক্ষণে;
সুখ ক্ষীণ,পায় ভাগ্যে; কেহ বা রতনে।
অধিক না করো তুমি!--সুখ পিছে আশা;-
নিয়তির খেলাঘরে; ক্ষনেক দুরাশা ।।

মনপাখি বনঘুরে, ছুটে হাপিত্যেসে ...
না মানা,না পোশা দুখ; রয় অবশেষে।
হায় রে ঘটনকাল!--অঘটে সপিয়া !!
জলহীন ঘটসুখে; কে বরে আসিয়া।।
--সমাপ্ত--