পরিত্যক্ত
----
রমেন মজুমদার, ১৩/০৫/২৪
---
পারিনা রচিতে ছন্দ,মন্দ বলে কেউ,
নাড়াচারা করি বই মিল নাহি পাই--
কষ্ট মনে গুনি বসে, জলভাঙা ঢেউ
আবেগ মথিত কষ্ট কাহারে শুধাই।।
পারিনা ধরিতে চাঁদ উঁচু বেশি দূর
তাই বসে একা গাই-ছন্দহীন সুর।
বসিয়া ভাবিতে থাকি দিন বুঝি যায়,
পারিনা ছাড়িতে ঘর মোহের মায়ায়।।
তার পরে ভাবি বসে বোধ কোথা পাই,
জলে ডুবে একবার দেখি তাহা নাই।
চলিলাম হাটে- মাঠে কিনিবারে বোধ
বিবেক মরিয়া গেছে, কে দিবে প্রবোধ।।
মানুষ মানুষ আছে,হুশজ্ঞান কম--
গাছপালা কমে গেছে কষ্টে নিই দম!
বাজার মূল্যের চড়া যত মাল আছে;
ভিখারী ক্ষুধায় মরে!-তারা ভিখ যাঁচে।।
উপরে বসিয়া রাজা হুকুম সে হাঁকে,
আনো দেখি করহীন--প্রজা পাও যাকে।
সিপাহী পাঠিয়ে করে খবর তল্লাশি--
ঘরহীন- ভাতহীন;আনো ধরে চাষী।।
ভেজাল মিশিয়ে যারা করে টাকা লুট!
তারাই সমাজ পতি; পড়ে টাই বুট।
কেহ কেহ মিথ্যা বুলি দেয় হাটে-ঘাটে;
বাবুদের চামচারা- বসে জুতা চাটে।।
নীতিহীন রাজা বাবু,গজা হীন বিক্রি!
ক্ষণে তারা প্রজাদের জমি করে ডিগ্রি।
কাল গেছে উল্টে পাল্টে, নাই বোধ মান....
চুরি করে প্রজাদের করে অনুদান।।
পারিনা রচিতে ছন্দ,শোধ- প্রতিশোধ!
বড় বড় বুলি ছাড়ে-- তারাই সুবোধ।
এসি ঘরে বসে রাজা নাচায় নর্তকী--
বসন ধুলায় লুটে- বাকি রইল কি ?।।
পরিত্যক্ত অবস্থায় রয়েছে শিক্ষিত,
কাজ হীন যুবা কাঁদে!- মনে বড় ক্ষত;
চাকুরী-বাকুরি ঠক! ঠক জাল ভোটে;
শিক্ষিতের ভাগ্য বাম! কান্না টুকু জোটে।।
----