পঞ্চভূত
-------
কাব্যভূষণ রমেন মজুমদার
তারিখ:-০৬/০৫/২৪
------------
মোহ-কাম এক লয়ে, জমে এক গর্তে;
সৃষ্টির কৌশল কল্পে বিধাতার শর্তে।
সুচতুর প্রেম বারি তরঙ্গে মিশিলে;
সৃজন শেকড় বৃদ্ধি জল বদ্ধ মূলে।।
দিনে দিনে বৃদ্ধি তার হয় ডালপালা,
ধরণী বুঝেন তার গর্ভে কত জ্বালা!
সময় হইলে শেষে বাহিরেতে আসে;
পদ্মপত্রে বারিবিন্দু টলমলে ভাসে।।
জীবন সুচারু বৃক্ষ ডাল পঞ্চ খান,
পঞ্চইন্দ্রিয়ের কর্ম,ক্ষতিতে মহান;-
ষড়রিপু ;শত্রুরূপে; রয় কাম-লোভ;-
চিত্তকে চিনেনা ক্রোধ বৃদ্ধি করে ক্ষোভ।।
যে পথে আসিল জীব,যায় সেই পথে;
ক্রান্তিকাল নির্ণয় যে,মিশে পঞ্চভুতে।।
-----সমাপ্ত।