পিপাসিত মন এখনও কাঁদে
---------
রমেন মজুমদার 07/01/2023
জীবনের বেলা হুহু করে চলে যায়,
সময়কে ছুঁয়ে দেখার সময়টুকু হয়না।
জীবন খণ্ডকাল বলেই সময় পালিয়ে যায়,
নিরন্তর অবসরে এখন আমি কেবলই একা।
পেছনে দাঁড়িয়ে কেউ বলেনা জীবন প্রয়োগের সূত্রে জানালাটা খুলে দাও ;
অপার স্নিগ্ধতার প্রলেপ অঙ্কন করে অখণ্ড সময় ধরে;-
ব্যথিত নির্জনতায় ভূমিষ্ঠ হয় ক্রন্দন!
অভুমিষ্ট কালবেলা ইশারা করে
অযাচিত স্বপ্নকে।
কখন না জানিয়ে টুপ করে চলেই গেলে,
বিবর্ণ হলুদ শুকনো পাতার মর্মরে ঝরে
গেলে অকাল সর্বনাশ!
উদাস তপ্ত বায়ু বুকের উপর বিদ্ধ করল
শক্তিশেল!
জীবনের এই অফুরন্ত সময় তুমি বিহীন
কেবলই ফাঁকা ।
এখন আর রাত জাগার পিছনে তোমার তাড়না নেই বলেই
আমি সময়ের সাথে করি স্বেচ্ছাচারী!
ঘুমকে বিদেয় করেছি তোমার অবর্তমানে...
চাতকের মত অপেক্ষা করি মেঘমল্লার কাছে;
কান পেতে থাকি জানালার কাছে, গভীর রাত এলেই
তুমি আসবে বলে........
হৃদয় থেকে ঝরেছে অনেক রক্ত!
অশ্রুদিয়ে দান দিয়েছি তার
সে তো তোমার স্মৃতির সারণি বেয়ে
চলে গেছে অনির্ধারিত সময়,
এখন অখণ্ড সময় শুধুই হুহু করে মন।
বিরহ-বিসর্জনের দাবানলে পুড়ছে অগণিত সময়!
হৃদয় বলতে এখন মৃত এক শ্মশানের
শূন্য মরুদ্যান,বিরহের চাপাগন্ধে ছেয়ে যায় জীবনের চারপাশ !
অন্ধকারের নিমজ্জিত স্রোত হয়ে কেঁড়ে নিচ্ছে একাকিত্বের আনমল সময়।
তুমি নেই বলে চতুর্দিক কেবলই ফাঁকা!
শূন্য বিছানায় পরে থাকা অগোছালো তৈজসপত্র হুহু করে বেদনায়...
সেখানে পিপাসিত মন কেবলই কাঁদে আর কাঁদে ।।
---সমাপ্ত--