পাথর সময়
----
জীবন যখন খাদ্য খুঁজে বাঁচার আশায়,
মজুদদাঁড়ির দুরভিসন্ধি মূল্যবৃদ্ধি
তালামেরে চাবি রাখা মালকোচাতে গুদাম বন্ধ
বস্তিমরা লাশের বাক্স জলে ভাসায়।
একচিলতে সুখ জীবনবোধের দুরবস্থা,
হাজার কবি কাব্য লিখতে ব্যস্ত সবাই...
শেষ সমাধান নেতার পকেট মচমচে সুখ!
পথের উপর জীবনবিক্রি খুবই সস্তা।
সময় যখন পাথর হয় কষ্টে বেরোয় অশ্রু!
জীবন ভিক্ষা চায় সে শুধু একমুষ্টি ভাত;
মিথ্যায় ভর্তি সমাজপতির ক্রুর হাসি...
কোলাপুরী পোশাকে কেউ উঠায়..ভ্রু।
অফিস কর্তার সরকারি গাড়ি সীমাবদ্ধ,
সুযোগ বুঝে লকবুকে তেলচুরি রমরমা!
বউয়ের বাজার,বাচ্চার স্কুল নিত্য গাড়ি,
ঘুষের টাকায় হিসাব খাতায় প্রশ্নবিদ্ধ।
একশ্রেণীর উচ্চবিত্ত,সময় পাথর বানায়...
বেপরোয়া মদের নেশায় চাকরিহীন যুবক!
নগ্ন যজ্ঞ প্রশাসনের উদ্যোগে হৈচৈ....
মিথ্যা কেবল তারাই সত্যের রূপে বানায়।।
---সমাপ্ত।
রমেন মজুমদার
১৮/০১/২০২৪
---