পাপমুক্ত পৃথিবী চাই !
-----------
রমেন মজুমদার,২৪/১০/২০
চাই সুখ, চাই শান্তি,-- চাই ভালোবাসা;
মিলেমিশে সবে থাকি,-- প্রাণে লই আশা'
একটি নতুন পৃথিবী সৃষ্টির তরে---
মোর এই আশাটুক নিবে প্রাণ ভরে।
বিশ্বাসের বাণী হলে ! চিত্ত সুখী হবে ,
আমাদের ধরণীটা সুখের বৈভবে
ভেসে যাবে ঘরে ঘরে নতুন প্রভাত
দুঃখী জনে একদিন দিব তুলে ভাত।
কলহ জঞ্জাল যত থাকিবেনা আর
মুক্ত হবে বিশ্ব আজি পাপ অনাচার!
শিক্ষা ও সংস্কৃতি-বোধ, মূল্য হবে প্রাণ;
জাতির কল্পিত সুখ পুণ্যের বিধান --
ঘরে ঘরে আলোকিত হইলে তখন
একটি পুষ্প পূর্ণ পারিজাত নন্দন ।
রোগ ব্যাধি মুক্ত মন,-- শিশুর জীবন !
চাই আমি হাত তুলে সুবর্ণের ধন ।
পিপাসিতে দিতে বারি সাধ্যমত প্রাণে
কাঙ্খিত দু'মুঠো ভাত তাহারি সন্ধানে
যাই ছুটে কর্মগৃহে থাকি যত দিন
শুধিব শ্রমের দামে ভার মুক্ত ঋণ ।।
সুশিক্ষায় শিক্ষিত হবে আমার জাতি
কালে ভদ্রে জ্ঞানে সেই করিবে সুখ্যাতি !
অশিক্ষা কলহ কু'মন মুছিতে চাই
প্রাণপণে সত্য পথে প্রচেষ্টা চালাই--।
প্রতিটি মানুষ হবে মানুষের মত
সুকর্ম সত্যের ধ্যান নান্দনিক যত;-
রেখে যাব সব তার বিশ্বাসের ভারে
আমার শ্রমের ধন শিশুদের তরে ।।
চৌপাদী ছন্দে
কলকাতা।।