অচ্ছোদ সরসী বালা
------
রমেন মজুমদার, 15/09/23
--------
অচ্ছোদ সরসী নীরে বিম্ব নিকেতন,
ঝরাইছে চারিদিকে মোহ দরশন;-
সলিল-বিমল হেথা মেলিছে চৌদিক!
অবলা দেখিছে রূপ; সুতীক্ষ্ণ প্রতীক ।

হাসিয়া কহিল বালা,এ যে বিশ্বরূপ!
প্রতিঘরে দীপসন্ধ্যা জ্বালিতেছে ধুপ।
তোমার কুহুক রূপে কত মায়া দেখি;
দুই খানি নেত্রদ্বয়ে রূপ ধরে রাখি।।

যেদিকে তাকাই আমি রূপ মহিমায়,
কুহুকিনী ছায়া যেন আমারে কাঁদায়!
আমার রূপের চেয়ে তোমার সমৃদ্ধি;-
লাবণ্য দর্পণে হেরি,আমি কী কুৎশ্রী !

কহিল অচ্ছোদ শেষে ওরে বিম্ব বালা!
তোমার রূপেতে আমি পরিয়াছি মালা।।

সমাপ্ত
শিখা মন্দির,হরিদেবপুর।।