নদী ও নারী-২
----
কলমে- রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ- 03/06/24

বসেছি নদীর তীরে দেখি উষ্ণ ঢেউ,
ভাবের কিনারে ভাঙে স্রোতের নির্যাস;
মোহের বসতি হই আমি তার দাস--
মিটাই আঁখির পাতা;কাছে কেহ নেই।
বামে বামা স্থির নদী -কণ্ঠে মনিহার!
যুক্তদলে ডাকে কাছে মুক্ত ফলদ্বয়--
সরস স্রোতের ডিঙ্গা,দুলিছে প্রলয়;-
বারি ঝরে পরশনে,--লই উপহার।

মন্দামোদী ঘ্রাণ বহে বায়ু গন্ধী তাঁর
কাননে কুসুমে অলি মধুরসে ঘুরে;
তেমনি মোহের বশ;কান্তি মনোহরে-
রসে পূর্ণ শব্দ সুখ;- কাব্য কবিতার।
নদী-নারী কাব্য-কবি রসে পূর্ণ ভরে
সৃজনে কবিতা থাকে,মোহের শিকড়ে।
---সমাপ্তি।।