না ছুঁয়ে কাছে পাওয়া
রমেন মজুমদার,পিএএসপি-০১১
12/09/24
---
পাওয়া আর ছোঁয়ার, মধ্যে ব্যাবধান,
অজ্ঞানী ভাবেন সেই ছুঁলেই-পাওয়া
সবটা বুঝি অর্জন; আমি করিলাম।
সেই বড় বোকা রয়; বেভুল-গাওয়া।
না ছুঁয়েও পাওয়া যায়,সাধন-সিদ্ধি;
ছোঁয়াতে ক্ষণেক সুখ,স্বল্প অনুভূতি;
কামনায় খর্ব করে,নিন্দার প্রবৃদ্ধি!
না ছুঁয়ে অর্জনে সুখ; কহে বসুমতি।
মানুষ স্বার্থের জন্য পৃথিবীটা চায় ,
ফল-মন্দ!নির্বোধ সে, ফলে উল্টো গুণ!
যোগ-শেষে দেখে শূন্য,সবি হাওয়ায়...
যায় ভেসে কীর্তিকর্ম সব গুনাগুণ।
জ্ঞানী জনে পায় কাছে না ছুঁয়ে তাহাকে;
জীবপ্রাণ পূর্ণসুখে; রয় বাঁকে বাঁকে।
----