যমুনা-স্নান
----রমেন মজুমদার, পিএএসপি-০১১
তারিখ-০৯/০৭/২৪
---
অজানা দীঘির খোঁজে ছুটে সব জনে
শুদ্ধ-স্নান কল্প মনে চিরকাল ভবে...
পায় সেই আশাতীত সকলে নয়নে;-
ডুবে তার জলাধারে সত্য ইহা তবে।
মোহ বারি মায়া দীঘি নির্মল তাহার,
ক্ষয় নেই কোন কালে সৃজনে বিধাতা;
যদ্যপি না মৃত হয়!--ঐশী উপহার;
অনন্ত কালের সেই,--রহে চির মাতা।
মোহের বাসনা সত্য,মজে মন তাতে;
সর্ব জীবে সেই পথে যাত্রা তার সত্য--
জীব প্রাণ শুদ্ধ হয় যমুনা মোহতে (!)
জানে জ্ঞানী গূঢ় কথা তার সর্ব তত্ত্ব।
জীবন দীঘির জল নর-নারী মিলে
সৃজেন আগামী দিন; তাহারি সলিলে।।
---
[ কখকখ/গঘগঘ/ঙঢঙঢ/ছছ]
ইতালিয় সনেট রীতিতে মাইকেল মধুসূদন দত্তের রস ধারায় বঙ্গীয় সনেট]