মন খারাপের চিঠি
------রমেন মজুমদার
১৩/০৯/১৯
উড়িয়ে দিলাম শেষ চিঠি খান
আকাশ পাটে; সোপান ঘাটে;
যাক না উড়ে ; দীঘির পারে--
হতাশার এক বুকটি ভরে ;
আনুক বয়ে সবার তরে
একটি  ফুলের দান ।

ফুল ঝরা সুখ কানন বনে,--একাশনে,
ফুটুক সে ফুল;
নদীর দু'কুল উপচে পড়া ঢেউ বরণী
--এই ধরণী ;
ভাসিয়ে দিক আবর্জনা ; ভ্রষ্ঠমনা ;
যাক না উড়ে সেই চিঠিখানা
ঝড়ভাঙা সেই বনে ।

মুছিয়ে দিয়ে চোখের জল টানব কাছে,
ভাঙবনা; হারবনা ;জিততে হবে তবু--
ভুলগুলি সব যাবে সরে;
মন অদূরে ডাকুক তারে--
নিঝুম বনের দুষ্ট বায়ু ঘূর্ণি হয়ে
সব দূরে যাক ময়লা মনের
চিঠির উদ্দেশে ।

এই সমাজে ভালো থাকার
চিঠির আজকে খেলা----
ডুবুক বেলা ; আত্ম ভোলা ;
আনবো ধুঁয়ে চরণখানি দীঘির জলে ;
মন খেলাতে ; দুখ ভোলাতে ;
অমূল্য প্রেম নাইবা হলো মন দোলাতে--
ঘুরুক চিঠি আকাশ পথে নাই ক্ষতি,
মন থাকুক আজ মনের ঘরে
শেষ বেলাতে ।

কলকাতা।।।
****    ****    ****