মন যদি দাও
---
কাব্যভূষণ রমেন মজুমদার
তাং০১/০৬/২৪
---
মন যদি দাও মনে,রাখিব সে মন;
মন কাননের বুকে,হবো দুটি ফুল--
তুমি আমি ফুল হয়ে বৃক্ষেতে তখন
সৌরভ ছড়িয়ে দিব-চিত্তের ফসল।

মন দিলে সুখী হবো,সুখ সরোবরে,
কাটিবো সাঁতার দোঁহে,সংসার শৈবালে--
দুটি মন এক হয়ে; র'বো এক ঘরে;-
স্বত্ত্বিক আশিসে পূর্ণ হ'বো ইহকালে।।

মন দিলে বর পাবে,প্রতি রাত্রি হলে;
সৃষ্টির সরস স্বত্ত্বা জন্ম-মৃত্যু ক্ষণে-
আশিসের মালাখানি ভাসাইব জলে;
প্রতিটি দিনের সূর্য হাসিবে তখনে।।

মন ছাড়া শূন্য ধরা,সৃষ্টি শূন্য সার;-
জনম সংসারে মন-- শ্রেষ্ঠ উপহার।
-----