মোহের খতিয়ান
------
( চতুর্দশপদী)
নয়নে হেরিয়া খুঁজি আর এক নদী
কোথা তার জলাধার দেখি নিরোবধি,
কোন কুলে সুখ বলো ঊর্ধ্বে না'কি নিচে;
দু'কুল উপচে পড়ে,-তবু সে যাচিছে।

দাঁড়ায়ে পথিক তুমি,দেখে যাও তারে;
মোহের মরমী গান, সেই জলাধারে;
যেজন লয়েছে সুধা মন্দির প্রাঙ্গনে...
তার বারি শুদ্ধ হয় লহে জনেজনে।

একটি আকাশ পূর্ণ কত তার রঙ,-
নিশীথের পদ্ম বারি লইল যখন---
সেই জন ধন্য বটে --ধার্মিক সুজনে,
মোহিতে বিলায় সুধা তাহারি শরণে।

যৌবনে লয়েছ সুধা ক্ষুদ্র পল ক্ষণে;-
সেই শেষ প্রাপ্তিটুকু, রেখো তবে মনে।।
----
রমেন মজুমদার
২৫/০৭/২৪