মোহের খেলাঘর
-------
হটাৎ করে তোমার দেখা পেলাম আমার পাশে,
সাল মনে নেই হবে দীর্ঘ বছর...
আর কোনদিন লওনি'তো খবর;
ভাবতে পারিনা---
আজও আমি তোমার জন্য রইলাম আসার আশে।।

সুখেই ছিলাম দীর্ঘদিন তোমায় নিয়ে একা,
সুখের পাখি আজকে অনেক দূরে,
জীবনের পথে গিয়াছে যে ঘুরে....
ভাগ্যের পরিহাস!--
ভাঙলে মাথা পাষণ পরে আর হবে'না দেখা।।

নিয়ম বড় কষ্টের খেলা,খেলছে একজন;--
সবার ক্ষেত্রে তাইতো সব ঘটে ?
বিরহ সব নেয় বুঝি সে লুটে....
মোহের খেলাঘর!--
অশ্রু বিনা এই পৃথিবীতে কে করেছে ক্রন্দন।।