মধ্যরাতে দেয়া-নেয়া
-----
#রমেন_মজুমদার, 26/11/24
কুহেলিকা সংলাপ--
বলেছিল আসার কথা চরণ ধীরে পথে,
নিস্তব্ধ রাত!--ঘুমন্ত প্রহরী...
এলোই শেষে নীরবতা ছাড়ি
ঠিক মালতির কথা মেনে সরল মতে।
নিয়ন বাতির পোস্ট--
সাবধান!দাপিয়ে বেড়ায় পথের গণ্ডাগুলো
দোকানপাট সব বন্ধ এখন নীরব,
টহল পুলিশ হাঁকিয়ে গাড়ি সরব;
নিশির মধ্যেও ক্ষণেক্ষণে উড়ছে বালিধুলো।
কুহেলিকার বস্তিঘর--
নিয়ন আলোয় চুপি চুপি আগন্তকের যাত্রা
কিনেছিল বকুলমালা একদিন,
রূপে নজর বন্দি,আশেক ঋণ!
ক্ষুধায় দানে অর্থ সাপ্লাই,সেইতো ত্রাতা।
তাঁবুর পর্দা উন্মোচন--
পা টিপে,মোবাইলের নীল আলো জ্বেলে,
চাঁদপূর্ণরূপ পড়ল মনে বকুল মালা,
বিষের আঁকড়,বুকের ভিতর জ্বালা!
গঙ্গাবক্ষে মোহের ময়লা ফেললো ঢেলে।
কে কে?আমি সেই---
পড়ছে মনে? একপয়সার মালা দশটাকা,
হায়রে, সমাজ সেবক যন্ত্রণা!
বিধাতার অভিশাপের মন্ত্রণা!
একি তুমি!-- চাইবে যা তা নিবেই কাকা ?
মধ্যে রাতের হাওয়া---
স্মৃতির মধ্যে ব্যস্ততম কোলাহলের ধ্বনি,
নিজ্ঝুম এই অরণ্যেরই কান্না!
শিরশির, বরেণ্যতে পেল পান্না;-
বোধ খাওয়া মানুষগুলো অর্থবিত্তে গুণী।
মধ্যরাতের চুরি---
হাজার জীবন ক্ষুধাতুরে জীবন করছে নাশ!
জীবন-সম্ভ্রম মাটির গায়ে ধুলো!
গাঁধার সমাজ দেখছে সামনে মুলো;
জীবনের দায় জীবন বাঁচাতে সবটা সর্বনাশ।।
-----