মেঘের কাব্য
---[ যেজন প্রেমের ভাব জানেনা-১২১ ]
কলমে- রমেন মজুমদার
তারিখ:- ২৯/০৫/২৪
-------
দেখব আকাশ দুচোখ মেলে আজ,
আকাশ হতে ঝরা কাব্যের পাতা...
কী টান টান উত্তেজনা ছন্দেগাঁথা
মর্মে লাগে সাতসাগরের ঢেউ--
দেখবে তখন,-- হারিয়ে যাবে লাজ।।

উত্তাল যে সাগর বক্ষের জলের ধারা,
সেই ধারাতে হারিয়ে যেতে নেইতো মানা;
জল ছুঁই ছুঁই মন মন্দিরের অন্ধকূপে--
হারিয়ে গেলে পাবে না তার ঠিকঠিকানা,
কাব্যরসে বইয়ের পাতায় হবেই হারা।।

জাগতিক সুখ অনুভবে বিশ্ব জয়,
চাঁদের পাহাড় টানটান তার আলোর জ্যোতি;
আলো গিয়ে মিলায় দীঘির জলে---
জল ভাঙা ঢেউ নিমজ্জিত স্নানে;
জয়-পরাজয় যুদ্ধে কত সৈন্য ক্ষয়।।

আগুন নিয়ে খেলতে গেলে পুড়বে মন!
পুড়ুক তবে অমোঘ ক্লান্তির ঘর!
আকাশ ভেঙে মেঘবালিকা দিল জলের ধারা,
জীবন মোহের ক্লান্ত নিদাখ কাব্যকবিতা,
নিতুই পাঠে বিষণ্ণতার সূর্য বিসর্জন।।

ঘটনকালের দিব্যি পাঠ গীতাঞ্জলি বইটা,
অঞ্জলি দান ঠোঁটের ডগায় মন্ত্রপাঠ !
মুক্ত আকাশ জাগুগ তবে অমৃতদানে;
জোড়শতদল মৃণাল পরিপূর্ণ ভার!!
জাগুক বিবেক তবে; খুলে ফেলো সবটা।।

সাগর যদি ডাকে তোমায় জলোচ্ছ্বাসে,
অথৈ জলে সাঁতার কেটে পারবে না;-
হারতে হবে মাঝ দরিয়ার গাঙে;--
সাগর বহুদূর;আপন শক্তি হবে চুরমার!
এমনি করেই মেঘের কাব্য চিরকাল মিশে।।
---- সমাপ্ত---