মন-মৃনাল
----
সৃজনে: রমেন মজুমদার
তারিখ: ৩০/০৭/২৪
------
(কাহ্নপাদ রাগ দেশাখ,-চর্যা কবিতা)
------
ডোম্বী তোর দেহ খানা রসে রসে ভরা,
ইচ্ছা জাগে প্রাণে ছুঁই রসের যৌবন!
নির্জন একাকী মোরা- কে দিবে পাহারা?
বিজন-নন্দনে ছুটে-- ঘ্রাণে মোর মন।
আমি এক কাপালিক কেন ঘৃণা করো?
সঙ্গ ছাড়া বৃথা যায়-- নারীর যৌবন!!
লজ্জা-ঘৃণা ত্যাগ করে কাছে এসে ধরো;
তোমা তরে বক্ষে জাগে--হৃদয় স্পন্দন।
জানো কী রে- পদ্মপত্রে ক্ষণিক জীবন!
ক্ষণে লয় ক্ষণে জন্ম;--নিয়মের বর-!
চৌষট্টি-পাঁপড়ি মেলে প্রাণবন্ত ক্ষণ!!
তারি মধ্যে মহাবিশ্ব অজেয়-অমর।
সত্য করে বল তুই,- যৌবন কাহার?
কাহ্নবির রূপে মজে মন দিস তারে,
আমাতে দোষ কিসের?- দিলে উপহার;
আমিও যে তপ্তবুকে--পারি লইবারে ।
ডুবে ডুবে জল খাও জানি আমি ধ্যানে, সায়রে ভাসা'স দেহ; লইতে মৃনাল--
গূঢ় অর্থ বুঝে সেই মহাজন জ্ঞানে;-
হাড়মালা গলে ধরি,-- ঘৃণার কপাল।
মন বনে ডোম্বী তুই,আমি কাপালিক!
মোহ-রস ভরা থৈ থৈ, দুই বুক জুড়ে...
কুৎসিত ভেবেছিস!-- মনে ঘৃণা ধিক!
আমা ছাড়া পরপারে যাবি কি বা করে।
-------