নন্দনবাসিনী
কবি রমেন মজুমদার
03/09/23
-------------
ওগো,কে তুমি? অদৃশ্য থাকি অন্ধকারে;
জননীর উর্দ্ধে থাকি, কী কৈবর্ত্য ধামে!
নও তুমি মাতা-ভগ্নি,নও কন্যা বধূ--
কী রূপে সাজালে ধরণী কহ আমারে।

তব বক্ষে টানি লও স্বর্ণাঞ্চল খনি;
ঘনাইলে তিমিরান্ধ্র সন্ধ্যাদীপ জ্বেলে;
কম্পিত বক্ষের পিঞ্জর! হিয়া নমানি;-
নেত্রজল ফেলি ধীরে,দীর্ণ আঁখি ঢেলে।।

স্তব্ধ-অর্ধ রাতে, নগ্ন; যজ্ঞে উপাচার!
দেবতারে দিতে বুঝি তারি উপহার(?)
সাজিলে অরূপনারী;মাতা-কন্যা-দার;
শান্ত হও,শান্ত হও; দেবতুল্য ঘর।।

বাসর শয্যাতে,স্মিতহাস্যে কম্প্রবক্ষে!
দ্বিধায় টানিয়া লও; আপন স্বপক্ষে ;--
তবরূপ জননী উর্দ্ধে;" ঊর্বশী-ঐন্দ্রিলা",
হেরি প্রাণ জগতেরে তুমি ঢালি দিলা।।

থাক তুমি স্বর্গ-মর্তে নন্দনবাসিনী;
অদৃশ্য আড়ালে আঁখি প্রাণরূপ মণি।
গোষ্ঠে যবে সন্ধ্যা নামে লক্ষ্মীর মন্দিরে,
নতজানু সন্ধ্যাজ্বালি;--চিত্তের প্রহরে।।
********