লঙ্কেশ্রী
------
#রমেন_মজুমদার ০৬/১২/২০২৪

আছে এক রাজ্য মোর সঙ্গিনী অবলা,
সঙ্গছাড়া ভঙ্গ রণে কান্তিময় পুরী,
শিখিনি লঙ্ঘিতে তার সাগর সবলা;
মধ্যে সেতু বান্ধি মোহে নিতান্ত চাতুরী।

অঙ্গের-কাতর আর্তি!-রাত ঘুমাইলে,-
শঙ্কাহীনে চুপিচুপি ডুবি স্বপ্ন জলে...
সাগর মন্থনে ওঠে কাব্য-পদ্ম-নীলে;
শেষে ওঠে সরস্বতী ঘূর্ণিত সলিলে।

আমার লঙ্কেশ্রী মেলে দেয় মেলা...
চাতুরী রাবণ হয়ে নিদে সারাবেলা।

মিলনের আকাঙ্খার সুর স্ব-সাগরে
কঙ্কনে নুপুরে তোলে রসনার ডঙ্কা
অযাচিত ঘৃণাদ্রব্য ফেলিয়া ভাগারে!
সানন্দের বিজয়ের; রথে চড়ে কঙ্কা।
---------