শিরোনাম:-কষ্টের দাগ
কলমে :- রমেন মজুমদার
আইডি নম্বর-০১১
তারিখ:-১৪.৭.২৪
----
কান কথাতে বিশ্বাস করে তারও কিছু ভুল
আপন পরের বিচার করা সবাই পারে না-
কিছু দুষ্ট মানুষগুলো গল্পে মারে গুল;-
জ্ঞান সম্পন্ন মানুষ যারা,তারাই করে ঘৃণা।
পর ও আপন কাকে বলে নির্বোধ জানেনা
নিজের ভালো বুঝে,কিন্তু অন্যেরটা বোঝেনা
এরাই আবার ধরে ত্রুটি যতই আপন হোক
পুজোর আগে প্রসাদ তুলে তারাই করে ভোগ।
নিজের মেয়ের মতো ভাবলে কোনো ক্ষতি নেই,
বৌমা যদি ঘরে থাকে সেইতো নিজের মেয়ে;
তদ্রুপ আমার মেয়েটাও যে পরের ঘরে সেই
সম-নজর থাকলে তাকে ভালো বলবে গেয়ে।
মানুষ হয়ে পরিচয় দাও, মানুষ বলে কাকে,
ব্যবহারে গুণের কথা,সবাই,বলবে যাকে তাকে;-
এক নজরে স্বজনদেনও যারা দেখেন চোখে,
তাঁদের কীর্তন গুণগীতিতে গাহেন দেখি লোকে।
নিজের মা ও শাশুড়ি মা একই ওজন তাঁদের,
দেখলে চোখে সুনজরে;--মন্দ বলবে কাদের ?
মন্দ ছেলে,মন্দ বৌমা স্বজন করেন ভাগ!
তাদের জন্যই কষ্ট বাড়ায়,লাগায় মনে দাগ।।
----