কবিতা ও ছবির লাইভ
---------
রমেন মজুমদার

লাভ হয়েছে সস্তা মূল্য
লাইভ হয়েছে দামি.....
সেই দামিতে সবাই এখন
হচ্ছে বুঝি নামী।

লাইন পড়েছে ফেসবুকেতে
লাইভ করাটা চাই...
ফেসবুকেতে মুলোর গন্ধে
লাইভে ছুটছে সবাই।।

টাকার মুলো ঝুলিয়ে দিছে
গন্ধে মৌ মৌ করে ;-
লাইভের দৌঁড়ে আজকে কেউ
পিছিয়ে না'যেন পরে ।

হায়রে জীবন কি খেলা যে
চলছে ফেসবুক ভরে...
উদোম নৃত্য বক্ষ খোলা
ফেসবুকটা জুড়ে।

আগের দিনের শালীনতা
লেখায় গুরুগম্ভীর -!
ছিলনা তার ছবি ও লাইভ
অদেখা সেই কবির।

মনে হচ্ছে ছুটছে ঘোড়া
কেউ নয় আজ খোঁড়া !
লাইভ শুনবে না কাব্য পড়বে
নিতান্তই সে অধরা ।

একই ছবি আর কতবার
দেখব নয়ন ভরে ?
দিনে দিনে শরীর খানা
ধরছে ফেসবুক জ্বরে।

কবির ছবির মূল্য বুঝি
মুখখানা তার সুন্দর !
কবির কাব্য ছবির তলায়
কে পড়ে কার খবর ?

আমিও ভাই পাগলা ঘোড়া
সবার মতোই ছুটি ....
লেখব না আর, ছাড়ব ছবি
ধরব মুলোর খুঁটি ।

কেউ বা আবার দুহাত পেতে
বলে করুণ সুরে  ....
একটা লাইক, একটা কমেন্টস
দাওনা কৃপা করে।

এই খেলাতে মাতলে পরে
সাহিত্যে সুখ নেই ...
মূল্যবোধের জারিজুরি
সব হারাবো সেই।।
----------