কি সুখে মজিল মন
---
কলমে- রমেন মজুমদার,পিএএসপি-০১১
তারিখ:- ০৫/০৫/২৪
----
কি সুখে মজিল মন স্বার্থ টুকু খুঁজি
জীবন যৌবনে আয় করে লই পুঁজি।
নিজ তরে আয় বৃদ্ধি ভবিষ্য ক্ষয়িত;
বোধ খেয়ে নষ্ট কল্পে হই হিতাহিত।।
আখের গোছাই যত পিছে যাই তত;
মিথ্যাবাক্য লভি যবে, ক্ষয় অবিরত।
বুঝিনা ভুল কিসের? ভ্রান্তি মনোরথ;
সুপথ ছাড়িয়া ধরি;- জীবনে কুপথ।।
সুখসুধা মধু-রস মোহের বিভ্রাট!
দমবন্ধ নিজ ঘরে লাগাই কবাট;-
জীবন সুখের আলো ফিরে কি রে তাতে!
অযথা ভাবনা যত; নিদ্রা অপঘাতে।।
শেষে কী লভিনু অর্থ ? ব্যর্থ মনোরথ;-
অধর্মে মজিয়া আমি ত্যাজি সুস্থ পথ।।
--- সমাপ্ত--