কালবেলা
--- রমেন মজুমদার
কালবেলা আর বারবেলা,
শেষ বেলা যে কোনটি,
জীবন বেলার হাসি-কান্নার
শেষ সমাধির মনটি।
মন কাঁদে-মনের জন্য,
সে মন কোথায় পাওয়া যায়?
ভাবতে ভাবতে সব বেলাটুক
তেপান্তরে হারিয়ে যায়।
জীবন খাতার লিপির বর্ণ
অগোছালো আবছা দেখি,
সব বেলাই যে শেষ সমাধান
আঁকেস্মৃতি কষ্ট মেকি!
হারিয়ে যাওয়া জীবন নদে
ঘূর্ণিজলের পাগলা ঢেউ
সমাধানের শেষের খাতায়
আঁকবে না কি স্বজন কেউ ?
কাল ক্ষয়ে যায় কালের গর্ভে
সময়-ঘণ্টাভযথারীতি;
হারিয়ে যাওয়ার মর্মস্মৃতি
দাগ রয়ে যায় চিরসাথী!
কোন বেলা কার সুখ অনুভব;
দুঃখ দগ্ধে মাথা জুড়ে!
নিত্য ভাবনার বেড়াজালে
আটকে থাকে জীবন ভরে।
জীবন যেথায় ঘোরেফিরে
মনভাবনার অন্তরালে,
জরিয়ে থাকা ভালমন্দের
আটকে থাকে কষ্টের জালে।
এই বেলা নেই,সেই বেলা নেই;
কোনবেলায় যে মানুষ হই ?
কালবেলা আর বারবেলা যায়
সব বেলাতে স্বার্থে রই ।
--- শুভ বিজয়া,হরিদেবপুর।