কাব্যের নন্দন
--(চতুর্দশপদী)
#রমেন_মজুমদার ১১/০১/২০২৫

কাব্যের নন্দন কোথা জানে কয়জন?
পিককুলে সঙ্গীতের সুমধুর বাণী --
সুধা রস হরে লয় কত কবিগণ;-
বিখ্যাত ইতালি দেশ; মনে তাহা মানি।।

তুলেন ফ্রাঞ্চিস্কো রস;বাকদেবী বরে,
সেই সঙ্গে পেত্রারক, সৃজে কাব্য তাঁর;
অমৃত রসের হাঁড়ি পরিপূর্ণ করে,...
যশস্বী নন্দনে পিক গুঞ্জনে বাহার।।

কাব্যের খনিতে স্থির স্বর্ণ মণিমুক্তো;
তাঁর মধ্যে দেবী গড়ে মন্দিরের চূড়া;
তাহাতে প্রসন্ন কবি হয়েছেন যুক্ত--
অসীম সম্পদে পূর্ণ কে দিবে পাহারা।।

অরূপ রতনে রাজি কাব্যের নন্দন,
মজিলেন মোহে শেষে শ্রীমধুসূদন।।
--------