যদি সুখ,যদি প্রাণ আশা
--রমেন মজুমদার
------
সব যদি খেলাকরে মগজের ভিতর
ঘুরে ফিরে একদিন অনাহুত দায়,
জীবনের কল্পলোকে কল্পিত অম্বর
একদিন খসে যায় আস্তর ধুলায়।
হৃদকম্প মহারোগ ধূসর অন্ধকার!
চোখজ্বালা সোম্বারে যন্ত্রণা বুকের!!
থমকে দাঁড়াবার কেন সেই অধীর ?
স্বপ্নরা দিনদিন হয়েযায়,ব্যস্ত মৃতের ।
ভরাবুক,ঘৃণাদৃষ্টি! ক্ষুধিত সে পাষাণ
চিরকাল অবয়ব যেন সেই দূরূহ মাতঙ্গ!
সবগিট খুলে ধাপে,হয়েছে সে প্রয়াণ!!
তবু কেন বিবেকদ্বারে খোলা সে প্রসঙ্গ।
কত আশা ভরসা প্রাণ,শুকনো সে মুখে;
হয়নিতো অন্নদান; ব্যর্থ জীবন সংকল্পে;
দিনযায় কষ্টে কষ্টে! সে কেমন সুখে..?
কুঁড়ায় নগ্নপদে; অনাহারী বাঁচা সে অল্পে।
হাঁটুমোড়া,ভঙ্গুর থালা;রঙহীন বিচার !
আর্তের নেই সুখ! ছেঁড়াতারে গজল গীতে!
বাঁচার তাগিদ প্রাণ!মঞ্চহীন আঁধার !!
একপশলা বৃষ্টি যার বাঁচার রয় হিতাহিতে।।
শিখা মন্দির।