জীবন প্রহর
---- [ অমিত্রাক্ষর ছন্দে গঠিত]
-- রমেন মজুমদার,
২৭/০৫/২৪
----
নিশীথে নির্মল তারা,ঝলমল করে,
রাত্রির প্রহর কালে,কত নিশাচর!-
তারাও খাদ্যের তরে ঘুরে দিকে দিকে,
মোহিত মুগ্ধ রূপের; আকাশ তারার।

বুজিয়া চোখের পাতা,দেখি স্বপ্ন কত;
নিদ্রা শেষে কিছু নেই;-,বুক থরথর-
কাঁপে।স্বপ্ন বুঝি এই,(?)-নিদ্রা ভাঙেপরে।
জীবন শূন্যের মধ্যে কাটে ক্ষণ তত।।

ধরিত্রী আবহ কাল,ছুটে নিজ পথে;
বিশাল বৈচিত্র তার রূপে পূর্ণ ভার!
জীবন সায়াহ্ন কাল;ক্ষণতরে ছুটে-
খণ্ড খণ্ড পরিপূর্ণ-- রূপে উপহার ।।

রাত্রির বক্ষেতে বহে বিচিত্র বাহার,
সময়ের কলচক্রে ছুটে চলে তাহা;
ঘটন কালের যাত্রা ঘটে নিরাময়;
মানুষের অশ্রু ফেলা মমতা-বন্ধনে।।

কেউ নেই,কিছু নেই; শূন্য চারিধার!
মুদিলে নয়ন ওরে--ক্রন্দন যাহার!
এইতো ধরণী বক্ষ!--চলে দিবারাত্র;
ক্ষণের যাত্রায় পাঠ; ঘটিবে সমাপ্ত।।

রাত্রি আর দিন মিলে জন্মের নাটক!
লয় না তাহারে সাথে,একা যেতে হয়;
স্বজন-সম্প্রীতি আর থাকে না'রে ভবে!
পড়ে রয় বিত্ত যত;--জন্ম উপহারে।।

আকাশের রন্ধ্রে রন্ধ্রে মিলনের তারা
উজ্জ্বল আলোয় ভরে জীবনের মত
শেষে যবে দিবা জাগে,রাত্রি অস্তমিত!
জীবন কালের কুহু;-শ্মশানে শায়িত।।

--------