জলছবি
-----(কবি নির্মলেন্দু গুণ মহাশয়কে আমার শ্রদ্ধা নিবেদন)
----------
#রমেন_মজুমদার
20/01/22

কবিতা ছুঁয়েছি,গন্ধ নিয়েছি, প্রতিটি ছন্দের স্তাবক;
দেখেছি কবির মুক্ত শরীর কাব্যের রঙ্গিন মুখ;
যেখানেই যাই সেখানেই পাই কবির চরণ ধুলো;-
তাইতো নিজেকে নিঃস্ব করে বিলায়েছি
প্রণতি।

পেতেছি হাত ভিক্ষার আকড়ে জলভরা আশিস,
নত প্রাণ ,শিরে ধরি;তাঁর অমূল্য রত্নহার!
একদিন কবিতার পুষ্পাঞ্জলি ডালি ভরে;
পেয়েছি কত,পূজার আসনে শ্রেষ্ট উপহার।

কবির শূন্যআসন পরে র'বে কবি বিনে তার;
সোনার সিংহাসন কে করবে বহন নতভারে;
রেখে যাওয়া,অমূল্য সম্পদের পাহাড় সমান,
জীবন নিংড়ানো বিন্দু বিন্দু, সৃষ্টির বাহার।

তুমি আছ অন্তরে আমার,আজন্ম র'বে  বুক ভরে,
শূন্যতার ভিতরে খুঁজে নেব কবির হাতদু'খানি;
ডেকে নিব কাছে,কোথা সে কবি!কতদূরে তুমি?
শীতল পরশে, হর্ষে, বিলাবো নিজেকে  তাঁরে।

কবি একটি চুম্বন দাও,একটি অধরে বিনয়ে;
ছুঁয়ে যাও ঠোঁট! কণ্ঠে মিলাও তোমার কবিতার সুরে।
রেখে যাও হাতখানি;সোনার কলম দানিটাও
নিঃশেষে প্রাণ,ভিখ মাগী; চিরকাল তাও।
*** সমাপ্ত---