হৃদয়ের পথ কত দূরে
----------
দেখছ কি আজ চেয়ে -
পুড়ছে না কি বিবেক তোমার
জ্বলছে না কি মনের আগুন!---
নিভিয়ে দিতে পারো....
বেহাগ মনের ইচ্ছেগুলো কাছে পেয়ে
একলা নেয়ে নদী বেয়ে ডুব দিয়ে যাও;
গান গেয়ে যাও;সুখ তুলে নাও....
ফাগুন রাঙা পলাশ ফুলের মধুটুকু
রাখতে পারো--নয়তো কারো।
আর কতদিন নীরব মনে
আগুন সনে যুদ্ধকরে,নিজের ঘরে...
মোম গলাবে,সুখ লুটাবে !
রূপ নগরের বসন্তপুর,নয়তো দূর!
হারিয়ে যাবার সন্ধ্যা বেলার...
ঝুলিয়ে মালা বক্ষে ভেলার..
উজান বুঝে পাল উঠাবে ।
দর কষাকষি নয়তো মনে,
ইচ্ছা যদি থাকে সনে,মনের কোণে...
ফুল ফুঁটাবে বুকের মাঠে
চিত্ত শুদ্ধির নিত্য পাটে!--
গলবে না আর মোমের মতো,
ভুলিয়ে দিবে হৃদয় ক্ষত!
আগুন যতো ফাগুন গানের
নিত্য দিও পূজার ঘটে,নিদ্রা খাটে।।
পথ হবে কি শেষ?--
কেন তবে আজকে নিরুদ্দেশ!
মোমের মনে,হৃদয় সনে...
হৃদ বিছিয়ে দিলাম যতো;
হিংসা ভুলে,কষ্ট তুলে
আসতে পারো মন সলিলে...
পথের শেষে হবে দেখা,একা একা...
মিটিয়ে দিব পাওনা যতো
হৃদয় খুলে--সব ভুলে।।
-----
04/08/24