হয়নি এখনও রাত
----
কাব্যভূষণ রমেন মজুমদার
পিএএসপি-০১১
তারিখ--২৮/০৩/২০২৪
---
হয়নি এখনো রাত কাব্য লেখা শুরু
মধ্য রাতে পাই যদি মোর কাব্য গুরু।
লিখিতে লিখিতে রাত হয় দ্বিপ্রহর...
যদি মিলে কোনোখানে রতন-মোহর।
রাতজাগা নিশাচর!-- লক্ষণ চোরের;
জ্ঞান-মেধা দ্বারা চুরি! করি শব্দ সৃষ্টি...
নিশার কবলে নতি; ঘুমের ঘোরের--
মুদিতে চাহে যে, আঁখি-বারি ঝরা বৃষ্টি।।
চোরের কাহিনী শুনে আছে কয় জন,
এই চোর রাতে খুঁজে পুষ্পের নন্দন।
হয়নি রাতের শেষ!--কবি বড় দুষ্ট !!
আত্মসুখে পরিতৃপ্ত; মন হয় তুষ্ট।।
সৃজনে সময় এই-- রাত নিরিবিলি;
উগরে ফেলিয়া শেষে পরে তাহা গিলি।।
---সমাপ্ত।।