হাফ গেরস্থ
----------
অক্ষরেখায় চলে লেনদেন,
অনিত্য চুম্বকের সোহানা আকর্ষণ
অন্তর্ধ্যানের অন্তরালে লুকায় মুখ!

বিয়োজন বলেই বিয়োগান্তক ফলায়
খণ্ডিত হয় প্রাণ;
সংসার নামক খুনসুটিতে ভেঙে যায় খেলার পুতুল-
পড়ে থাকে অগোছালো অরুন্ধতীর খতিয়ান নামা।

অর্ধ সংসারে সুখের বালখিল্লতায় বলিরেখা হয়ে ওঠে অনৈবেদ্য,
জলাঞ্জলি যায় পুষ্পাঞ্জলি !
মন্ত্রপাঠের আশীর্বাদ যায় তিরোধানে;-
বেহুদা গচ্ছা দিতে হয় জীবন ।

অক্ষরেখা বিভাজিত হয় পাওয়া না পাওয়ার সুখ,
সময় জানে চিত্রগুপ্তের সন্ধানে কী আছে লেখা !
তাই অসময়ে ঝরে যায় বৃক্ষের পাতা।

হাফ গেরস্থ মানুষের দোটানায় দুলতে হয়
অশনি সংকেত!
বেলা'রা হারিয়ে যায় রঙ্গিন আলো থাকতেই।
****
রমেন মজুমদার
24/12/2021